সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ সেপ্টেম্বর ২০১৫
`পর্যটন বর্ষ - ২০১৬' উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন দিচ্ছে নানাবিধ সুবিধা
প্রকাশন তারিখ
: 2015-09-17
‘পর্যটন দিবস - ২০১৬’ উপলক্ষে পর্যটকদের নানাবিধ সুবিধা প্রদান করতে যাচ্ছে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক)। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে যে সুবিধাগুলো পাওয়া যাবে সেগুলো নিম্নরূপ ঃ
১। প্যাকেজ ট্যুরের মাধ্যমে দেশী-বিদেশী এয়ারলাইন্সে আগত বিদেশী পর্যটকদের সকালের নাস্তাসহ বাপক-এর হোটেল/মোটেলসমূহে ৩০% রেয়াতে আবাসিক সুবিধা, ২০% রেয়াতে দুপুর এবং রাতের খাবার সরবরাহ করা হবে।
২। সভা, সেমিনার, ওয়ার্কশপে আগত বিদেশী অতিথিদের সকালের নির্ধারিত নাস্তাসহ বাপক-এর হোটেল/মোটেলসমূহে ৩৫% রেয়াতে আবাসিক সুবিধা, ২০% রেয়াতে দুপুরের ও রাতের খাবার সরবরাহ করা হবে।
৩। আভ্যুন্তরীণ বিমানে আগত পর্যটকগণ বাপকের প্রিভিলেজ কার্ড ব্যবহারের মাধ্যমে সকালের নির্ধারিত নাস্তা এবং ০২ (দুই) বোতল সুপেয় পানিসহ ২৫% রেয়াতে ০৩টি আবাসিক কক্ষ ব্যবহার করতে পারবেন।
৪। আভ্যন্তরীণ বিমানে আগত পর্যটকগণকে বিমানের টিকেটের সাথে বাপক-এর প্রিভিলেজ কার্ড নির্ধারিত মূল্যে বিক্রয় করা হবে।
৫। বাপক-এর সকল ইউনিটে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা প্রদান করা হবে।
৬। দেশী প্রতিষ্ঠানসমূহের সভা, সেমিনার, ওয়ার্কশপ আয়োজনে বাপক-এর কনফারেন্স হল ২০% রেয়োতে এবং রেস্তোরাঁয় ১৫% রেয়াতে দুপুর এবং রাতের খাবার প্রদান করা হবে।
৭। বিদেশী পর্যটকগণ বাংলাদেশী এয়ারলাইন্সে আগমন করলে ৩০ দিনের মধ্যে বোর্ডিং পাস প্রদর্শন করে পর্যটন করপোরেশনের হোটেল/মোটেলসমূহে সুবিধা ভোগ করতে পারবেন।
৮। বাংলাদেশ বিমানের লয়্যালিটি কার্ড পর্যটনের প্রিভিলেজ কার্ড হিসেবে ব্যবহৃত হবে।